• ঢাকা শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত ভ্রমণ  বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৩ মার্চ ২০২০, ১২:৪১
ভারত আখাউড়া স্থলবন্দর
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ বন্ধ করে দিয়েছে সেখানকার কর্তৃপক্ষ।

গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে এ নিষেধাজ্ঞা জারি হয়। পরে বিকেল সাড়ে তিনটার দিকে এ বিষয়ে নোটিশ টাঙানো হয়।

এর আগে বাংলাদেশ থেক টুরিস্ট ভিসায় ভারত ভ্রমণকারী ১০ জনকে ফেরত পাঠানো হয়।

তবে নোটিশে আজ শুক্রবার থেকে যাত্রী পারাপার বন্ধের কথা বলা হয়। ওই নোটিশে কূটনৈতিক, অফিসিয়াল, জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন প্রকল্পের ভিসাধারী যাত্রীরা যাতায়াত করতে পারবে বলে উল্লেখ করা হয়েছে।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ এসআই আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ভারতীয় নাগরিক যারা বাংলাদেশ আছেন তাদেরকে যেতে দিবে কিনা সে বিষয়ে সেখানকার কর্তৃপক্ষ স্পষ্ট করে কিছু জানায়নি।

আখাউড়া ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার সকাল থেকে মেডিকেল ভিসার যাত্রীদের ঢুকতে দিলেও টুরিস্ট ভিসার যাত্রীদের ভারত ভ্রমণে নিরুৎসাহিত করে বিএসএফ ও আগরতলা ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

তবে যাদের আগরতলা বিমানবন্দর থেকে ফ্লাইট ছিল তাদেরকে আখাউড়া ইমিগ্রেশন পুলিশের অনুরোধে ঢুকতে দেয়া হয়। বিকেল থেকে আর কোনও যাত্রীকেই ঢুকতে দেয়া হয়নি ভারতে।

যাত্রীদের অবগতির জন্য সেখানে নোটিশ ঝুলিয়ে দেয় আগরতলা ইমিগ্রেশন কর্তৃপক্ষ। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এ নোটিশ কার্যকর থাকবে বলে উল্লেখ করা হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধানমন্ডিতে ছিনতাই হওয়া ফোন ভারত থেকে উদ্ধার
দেড় মাস ধরে পানিতে আটকা ২০ ভারতীয় 
এবার নেপালেও নিষিদ্ধ ভারতের মসলা
সরকারের উন্নয়ন দেখে মির্জা ফখরুলদের মাথা খারাপ: আইনমন্ত্রী
X
Fresh